ভবিষ্যৎ পরিকল্পনা
ভুমি ক্ষয়রোধ, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সার ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ, জলবায়ূগত পরিবর্তনের কারণে সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকার উপযোগী কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ কার্যে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানির দক্ষ ব্যবহার, চাষী পর্যায়ে মানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, মানসম্পন্ন ও রপ্তানীযোগ্য ফল, সবজি চাষ এলাকা সম্প্রসারণ, বসতবাড়ির আঙ্গিনার কার্যকর ব্যবহার, শস্য বিন্যাসে ডাল, তেল, মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভূক্ত করে ফসলের বহমূখীতা এবং নিবিড়তা বৃদ্ধি, বাংলা গ্যাপ এর সূচনা এবং বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, সম্প্রসারণ কর্মীর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, কৃষক/কৃষানীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকরণ, দ্রুত প্রযুক্তি বিস্তারে ই-কৃষি প্রবর্তন, খামার যান্ত্রিকীকরণ, শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন। নির্মল পরিবেশ বজায় রাখা, মানব স্বাস্থ্যের উন্নয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে কৃষক উদ্ভুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা থাকবে। তাছারা দানা শস্যের মধ্যে ভুট্টা চাষ বৃদ্ধির প্রচেষ্টা চলছে এবং তার পাশাপাশি ডাল জাতীয় ফসলসহ শাকসবজির, ফল জাতীয়, তৈল ও মসলা জাতীয় এবং দানা জাতীয় ফসলের এলাকা বৃদ্ধির জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও সরিষা ক্ষেতে মৌ চাষ সম্প্রসারণ, বোরো আবাদ কমিয়ে কম সেচের ফসল যেমন গম,ভুট্টা ফসলের পাট এবং আউশ এর আবাদ বৃদ্ধিকরণ। সুষম সারের ব্যবহার নিশ্চিতকরণসহ খাদ্য নিরাপত্তায় জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ ও ভার্মিকম্পোষ্ট ব্যবহার বৃদ্ধিকরণ কাজ অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস