Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জন সমূহ

 

ডোমার উপজেলার ১৯৭২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধান প্রধান ফসলের উৎপাদন পরিস্থিতি

১। বার্ষিক খাদ্য উৎপাদন বৃদ্ধিঃ

ক্রঃ নং

ফসল

১৯৭২-৭৩

১৯৯৫-৯৬

২০০১-০২

২০০৭-০৮

২০১৫-১৬

২০১৯-২০

ধান

১৭২০০

২৬৭০০

৩৭৬০০

৪৫৮০০

৫২০০০

৬১০০০

গম

-

৭০০

১৪০০

১৫০০

১৫০০

১৪৯০

আলু

৫৬০০

১০২০০

২০১২০

৩০৫০০

৩৫০০০

৩৮২৬২

সবজি

৫০০

৯০০

২৫০০

৪৮৮৫

৭৭৮৮

১২৪৮০

ভূট্টা

-

১৫

৭০

৩০০

১৬০০

৩৬৭৫

২। মানসম্পন্ন বীজ ব্যবহার বৃদ্ধি (৭০%)

৩। নতুন জাতের সম্প্রসারণ- আইএপিপি, হারভেষ্ট    প্লাসসহ বিভিন্ন প্রকল্পের আওতায় নতুন অনেক জাত যেমন- ব্রি ধান৫১,৫২,৫৬,৫৭,৫৮ এবং জিঙ্ক সমৃদ্ধ ধান ব্রিধান৬২ ও ৬৪ জাত সহ ব্রি ধান ৭১, ৭৪, ৭৫, ৮১, ৮৬,৮৭,৮৮,৮৯,৯২,৯৩ বিনাধান১৭,১৯ জাতের সম্প্রসারণ হয়েছে।

৪। চার দফায় নন ইউরিয়া সারের মূল্য হ্রাসের কারণে নন ইউরিয়া সারের ব্যবহার বৃদ্ধির পেয়েছে শতভাগ (১০০%)

৫। মাটির স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে খামারজাত সার ও ভার্মিকম্পোষ্ট উৎপাদনের মাধ্যমে জৈবসারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৬০%।

৬। কৃষকের দ্বারপ্রান্তে সার পৌঁছানোর জন্য ১৫ জন বিসিআইসি সার ডিলারকে পৌরসভা এবং ৫টি ইউনিয়নে নিয়োগ প্রদান।

৭। ২৭,৪৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ।

৮। মাত্র ১০/- টাকায় ১৩,২৫৮ জন কৃষকের ব্যাংক একাউন্ট খোলা।

৯। পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষকদের মাঝে ফল বাগান করার লক্ষ্যে ৭০০০ ফলের চারা বিতরণ

১০। ১০,০০৪ জন কৃষককে বোরো চাষে ডিজেল ভর্তুকি বাবদ মোট ৮১,৫০,০০০/- (একাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা) প্রদান। (২০০৯-১০ সনে)

১১। উন্নতমানের পাটের আঁশ ছড়ানোর জন্য ৫০০ টি রিবোনার  বিনামূল্যে প্রদান।

১২। ডিএপি সারের দাম হ্রাসের জন্য ১১ জন বিসিআইসি ডিলার ও ২ জন বিএডিসি সার ডিলারদের মধ্যে ১৩,৯৫,০০০/- টাকা চেক (ভর্তুকি) প্রদান।

১৩। মাটির চাহিদা অনুযায়ী সঠিক পরিমান সার ব্যবহার নিশ্চিতকরণে ১০৪ জন কৃষকের মাঝে সার সুপারিশমালা কার্ড বিতরণ।

১৪। করোনা কালীন সময়ে ২০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও চারা বিতরণ।

১৫। কৃষি যন্ত্রপাতি বিতরণের তথ্য

ক্রঃ নং

যন্ত্রপাতির নাম

বিতরণের পরিমাণ

মন্তব

কম্বাইন হারভেষ্টার

০৫ টি

সর্বমোট ৪০০ টি যন্ত্রপাতি

রাইস ট্রান্সপ্লান্টার

০২ টি

 

রিপার

১২ টি

 

পাওয়ার টিলার

৭৬ টি

 

পাওয়ার থ্রেসার

৮৭ টি

 

এসটিডাব্লিউ

২৭ টি

 

এলএলপি

০৮ টি

 

হ্যান্ড স্প্রেয়ার

৫১ টি

 

থ্রেড পাইপ

৩৫ টি

 

১০

ফুট পাম্প স্প্রেয়ার

১৪ টি

 

১১

ট্রেডেল পাম্প

৪৫ টি

 

১২

পাওয়ার স্প্রেয়ার

০৯ টি

 

১৩

সেলো টিউবওয়েল

১০ টি

 

১৪

সীড কাম ফার্টিলাইজার ডিষ্ট্রিবিউটর

০২ টি

 

১৫

উইডার

১২ টি

 

১৬

ড্রাম সীডার

১৪ টি

 

১৭

উইনোয়ার

০২ টি

 

১৮

প্যাডেল থ্রেসার

০২ টি

 

১৬। কৃষকের দোরগোড়ায় ই-কৃষি সেবা পৌঁছে দেয়ার জন্য অওঝ এর আওতায় ইউনিয়ন পর্যায়ে  ০১ টি এগ্রিকালচার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সেন্টার (এআইসিসি) স্থাপন।

১৭। দলীয়ভাবে কৃষি উন্নয়নের ক্ষেত্রে  ১০০ টি লাইভলিহুড ফার্মার স্কুল (এলএফএস) স্থাপন।

১৮। কৃষি আবহাওয়ার তথ্য সম্প্রসারণের জন্য আবহাওয়া প্রকল্পের আওতায় ৫টি ইউনিয়ন পরিষদে ও পৌরসভায় রেইনগজ ও তথ্য প্রদানের ডিসপ্লে বোর্ড স্থাপন।

১৯। উদ্যান নার্সারীতে গুনগত মান সম্পন্ন চারা উৎপাদন ও সুষ্ঠুভাবে পরিচালনা এবং মনিটরিং এর জন্য নার্সারি রেজিষ্ট্রেশন চালুকরন ।

২০। ক্ষতিকর পোকামাকড় ও রোগবালই নিয়ন্ত্রনে ১১৩ টি সমন্বিত বালই ব্যবস্থাপনা স্কুল স্থাপন।

২১। করোনা কালীন সময়ে বোরো ধান কর্তনের জন্য দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জন কৃষি শ্রমিক প্রেরণ।

২২। কৃষকের আয় বৃদ্ধির জন্য ১৭ টি সমন্বিত খামার ব্যবস্থাপনা(হাঁস, মুরগী, গরু, ছাগল, শস্য ব্যবস্থাপনা) স্কুল স্থাপন।

২৩। উপজেলায় চলমান বিভিন্ন প্রকল্পের আওতায়  ৮২০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান।