কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডোমারের আয়োজনে অদ্য ১৬/০৯/২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার, ডোমারের সভাপতিত্বে সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ চলতি খরিফ-২/২০২১-২০২২ মৌসুমে ডোমারে ৭০ জন কৃষক-কৃষাণীর মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনার সার ও বীজ এবং ৫০ জন কৃষকের মাঝে মাসকলাই সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক সরকার এবং মহিলা ভাইস চেয়ার বেগম রৌশন কানিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র দপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারসহ অনেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস